ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
গাজায় অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৬

উত্তর গাজায় হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যাওয়া শিশুর সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

 

মন্ত্রণালয় বলছে, আল শিফা-মেডিকেল কমপ্লেক্সে সবশেষ দুই শিশু মারা গেছে। খবর আনাদোলুর।

অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় চার শিশুর মৃত্যুর খবর জানান হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, পানিশূন্যতা ও অপুষ্টির কারণে শিশমৃত্যুর সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ উত্তর গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে হস্তক্ষেপ করতে আল-কুদরা  আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারত্বের সংঘটিত গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় একটি নৈতিক ও মানবিক পরীক্ষার সম্মুখীন।  

বুধবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলে, শিশুমৃত্যুর ঘটনা মানবতা রক্ষায় আন্তর্জাতিক ব্যর্থতা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।