ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ১০৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ১০৪

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে ত্রাণের আশায় ট্রাকের কাছে ছুটে আসা শতাধিক ফিলিস্তিনির ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা।  

এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কমপক্ষে ৭০০ জন আহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি একটি ঠান্ডা মাথায় ‘গণহত্যা’ ছাড়া আর কিছুই নয়।

বেসামরিক নাগরিকদের রক্ষার একমাত্র উপায় হিসাবে যুদ্ধবিরতি জারির জন্য জরুরি হস্তক্ষেপ করতে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনার বর্ণনা দিতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় এই নির্বিচারে বেসামরিকদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসএএইচ

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2Fpmofa%2Fstatus%2F1763122402597163018&widget=Video
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।