ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমিরাতে বজ্রসহ প্রবল বৃষ্টি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
আমিরাতে বজ্রসহ প্রবল বৃষ্টি, সতর্কতা জারি

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার (৮ মার্চ) সারা রাত ধরে  বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। খবর খালিজ টাইমসের

শনিবারেও দেশটির আবুধাবি, দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ এবং আজমান জুড়ে প্রবল বৃষ্টি ঝরে।

 

তাপমাত্রা আজ কমে আবুধাবিতে ২০ ডিগ্রি সেলসিয়াস ও দুবাইতে ১৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

আগামীকাল রোববারও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর এদিন সন্ধ্যায় বৃষ্টিপাত কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।  

আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) এসব তথ্য জানিয়েছে।

শুক্রবার ও শনিবারে হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।  

রেকর্ড বলছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আল আইনে এবং আজমানে বজ্রপাত বেশি হয়েছে।  

সংস্থাটি আরও জানিয়েছেন, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে শনিবার সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে।

এদিকে আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বর্ষণের কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় গতি কমিয়ে গাড়ি চালানোর নিদের্শ দিয়েছে ট্রাফিক সংশ্লিষ্টরা। জনসাধারণদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

এরপরও রাস্তায় ছাতা নিয়ে বের হতে দেখা গেছে কিছুসংখ্যক বাসিন্দাদের।

আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে দিকে বহমান আর্দ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

তারা আরও জানিয়েছিল, আবহাওয়ার এমন পরিস্থিতি শনিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং পরবর্তীতে বৃষ্টিসহ মেঘের পরিমাণ বাড়তে থাকবে। যার সঙ্গে থাকবে বজ্রপাত, বজ্রসহ শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসএএইচ     
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।