ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ছুরিকাঘাতে চারজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রকফোর্ডের পুলিশ বলছে, বুধবার বিকেলে হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার সন্দেহভাজনের নাম ক্রিস্টিয়ান সোটো, বয়স ২২। তার ওপর একাধিক অভিযোগ আনা হয়েছে।  

নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ বছর বয়সী এক পুরুষ ও ২২ বছর বয়সী এক তরুণ রয়েছেন।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। গ্রেপ্তার তরুণকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলার কথা রয়েছে।  

পুলিশ জানায়, ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে হামলার পর ২০ মিনিটের ব্যবধানে একাধিক স্থানে হামলা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।