ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অপরাধ দমনে কাবুলে বসানো হলো ৮০ হাজার সিসি ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
অপরাধ দমনে কাবুলে বসানো হলো ৮০ হাজার সিসি ক্যামেরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে অপরাধ দমনে বসানো হয়েছে ৮০ হাজার সিসি ক্যামেরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেন, এসব ক্যামেরা রাজধানীতে অসংখ্য অপরাধ দমনে সহায়তা করবে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রদেশে এসব ক্যামেরা স্থাপন বাড়ানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, কাবুলে প্রায় ৮০ হাজার নিরাপত্তা ক্যামেরা বিভিন্ন কেন্দ্রীয় অবস্থানসহ ব্যস্ততম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে। এটি অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এগুলোর মাধ্যমে আমরা অপরাধীদের গ্রেপ্তার বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা রোধ করতে সক্ষম হয়েছি।

রাজধানীর অনেক বাসিন্দা এরই মধ্যে সিসি ক্যামেরা স্থাপনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন। শহরজুড়ে আরও সিসি ক্যামেরা স্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কাবুলের বাসিন্দা সাঈদ হুসেইন বলেন, শহরগুলোতে লাগানো ক্যামেরাগুলো চুরি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করবে।

সামরিক বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য দেশে সিসিটিভি ক্যামেরা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামরিক বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ জালমাই আফগানিয়ার বলেছেন, নিরাপত্তা ক্যামেরা স্থাপন অপরাধ তদন্তকারীদের জন্য এবং নাগরিকদের মানসিক ও মানসিক শান্তি আনতে কার্যকর পদক্ষেপ।

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা কাবুল শহরে ৬২ হাজার নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে।

সূত্র: টলো নিউজ

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।