ইসরায়েল বলছে, ত্রাণ প্রবেশের জন্য তারা দক্ষিণ গাজায় কেরেম শালোম ক্রসিং খুলে দিচ্ছে। হামাসের রকেট হামলায় বন্ধ হওয়ার কয়েক দিন পর ক্রসিংটি খুলছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, খাবার, পানি, ওষুধবাহী লড়ি মিসর থেকে ক্রসিংয়ে এসে পৌঁছেছে।
ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি পথ বন্ধ করে দেওয়ায় জাতিসংঘ মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে।
মিসর লাগোয়া গাজার রাফা ক্রসিং ইসরায়েলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
রাফা শহরের কাছে মঙ্গলবার রাতে নতুন করে ইসরায়েলি হামলা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার থেকে সীমিত পরিসরে অভিযান শুরুর কথা জানায়।
এদিকে মার্কিন শীর্ষ এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় বড় ধরনের হামলা চালাতে পারে, এ শঙ্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের একটি চালান গেল সপ্তাহে স্থগিত হয়।
চালানে ছিল ভারী বোমা। জনবহুল এলাকায় এসব বোমা ব্যবহারে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো।
গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ সাত মাসে পড়ল। এখন ইসরায়েল বলছে, রাফা দখল ছাড়া যুদ্ধে জয় অসম্ভব।
রাফায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো সতর্ক করেছে যে, সর্বাত্মক হামলার মানবিক পরিণতি বিধ্বংসী হতে পারে।
গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে প্রধান পয়েন্ট হলো কেরেম শালোম। রাফা থেকে হামাসের ছোড়া রকেটে চার ইসরায়েলি সেনার প্রাণ গেলে ইসরায়েল রোববার এটি বন্ধ করে দেয়।
বুধবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেরেম শালোম খুলে দেওয়ার বিষয়ে জানিয়েছে। সামরিক বাহিনী আরও বলেছে, তারা সম্প্রতি উত্তর গাজায় ইরেজ ক্রসিং খুলে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৮, ২০২৪
আরএইচ