ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। মালদ্বীপ সরকার এমনটি বলেছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দাবি অনুযায়ী সব সেনা প্রত্যাহার করল ভারত। খবর দ্য হিন্দু।

প্রেসিডেন্ট মুইজ্জুকে দেখা হয় চীনপন্থী নেতা হিসেবে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহারে তিনি ১০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।  

৯০ জনের মতো ভারতীয় সেনা মালদ্বীপে অবস্থান করছিলেন। গত বছর নির্বাচনী প্রচারাভিযানে মুইজ্জুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল এ সেনাদের ভারতে ফেরত পাঠানো।  

মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের প্রধান মুখপাত্র হিনা ওয়ালিদ নিউজ পোর্টাল সান.এমভিকে নিশ্চিত করেন, ভারতীয় সেনাদের সর্বশেষ ব্যাচ প্রত্যাহার করা হয়েছে। এ দফায় কতসংখ্যক ভারতীয় সেনা মালদ্বীপ ছাড়ল, সে সংখ্যা তিনি জানাননি।  

এ সংখ্যা পরে জানানো হবে বলেও যোগ করেন তিনি।

ভারতের উপহার দেওয়া দুটি হেলিকল্পটার ও একটি ডর্নিয়ার উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সেনারা মালদ্বীপে অবস্থান করছিল।

এর আগে মালদ্বীপ সরকার জানায়, এ সেনাদের ৫১ জনকে ৬ মে ভারতে ফেরত পাঠানো হয়েছে।  

মালদ্বীপ ৮৯ ভারতীয় সেনার উপস্থিতির কথা এর আগে জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
আরএইচFile photo of  Maldives President Mohamed Muizzu.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।