ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রকাশ্যে জাতিসংঘ সনদ কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ১১, ২০২৪
প্রকাশ্যে জাতিসংঘ সনদ কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের প্রতিবাদে শুক্রবার সাধারণ পরিষদে জাতিসংঘ সনদের একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাগজ কাটার একটি আধুনিক যন্ত্র দিয়ে তিনি সনদের অনুলিপি কেটে ফেলেন।

এ সময় তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, এটি আপনাদের জন্য লজ্জার।

জাতিসংঘের ফিলিস্তিনকে অতিরিক্ত অধিকার দেওয়ার ভোটের আগে তিনি এ প্রতিবাদ করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সদস্যপদ পুনর্বিবেচনা করার জন্য গত ১৮ এপ্রিল ভোটের আয়োজন করে।

একটি আবেগঘন বক্তৃতায়, জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ভোটকে ‘ঐতিহাসিক’ এবং ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

তবে ফিলিস্তিনের বিষয়ে পুনর্বিবেচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।

রাষ্ট্রদূত এরদান ভোটের আগে মঞ্চ থেকে বক্তব্য রেখে জাতিসংঘের সনদকে টুকরো টুকরো করে অন্য সদস্যদের নিজের হাতে জাতিসংঘের সনদ কাটার জন্য আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি এটিই করছেন। জাতিসংঘের সনদ ছিন্ন করা। লজ্জা করে না আপনার।

তিনি পরে বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘে নেওয়া হলে এমন একটি সত্তাকে রাষ্ট্রের অধিকার দেওয়া হবে যা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। শিশু-হত্যাকারী হামাস ধর্ষকদের বাহিনীকে প্রতিষ্ঠিত করা হবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।