ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ ক্যালিডোনিয়া থেকে জরুরি অবস্থা তুলে নিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
নিউ ক্যালিডোনিয়া থেকে জরুরি অবস্থা তুলে নিচ্ছে ফ্রান্স

প্রশান্ত মহাসাগরীয় নিউ ক্যালেডোনিয়া দ্বীপ অঞ্চলে জরুরি অবস্থা আর থাকছে না। প্রাদেশিক নির্বাচনের নিয়ম পরিবর্তনের ফরাসি পরিকল্পনা নিয়ে দুই সপ্তাহের সহিংস অস্থিরতার পর এ জরুরি অবস্থা উঠে যাচ্ছে।

 

এক বিজ্ঞপ্তিতে এলিসি প্যালেস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্যারিসের স্থানীয় সময় সোমবার রাত ৮টায় (নিউ ক্যালেডোনিয়ার স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা) জরুরি অবস্থা উঠে যাবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৪৮০ কর্মকর্তা মোতায়েন হবে। সেখানে ইতোমধ্যে তিন হাজার নিরাপত্তাকর্মী রয়েছেন।  

নিউ ক্যালেডোনিয়ার জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ আদিবাসী কানাক সম্প্রদায়ের। সেখানকার প্রাদেশিক ভোটের নিয়মে পরিবর্তন আনতে পার্লামেন্টে আলোচনার প্রস্তুতির মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে।

সহিংসতায় অন্তত সাতজনের প্রাণ গেছে। প্রধান সড়কজুড়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। শুক্রবার রাতে পুলিশের গুলিতে সপ্তম ব্যক্তি নিহত হন।  

এর আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বীপটিতে সফরে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি ভোটের নিয়ম নিয়ে সংবিধান সংশোধন থেকে সরে আসারও প্রতিশ্রুতি দেন।  

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ