ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় নৌকডুবিতে চার অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। ফ্রান্সের কোস্টগার্ড এমনটি জানিয়েছে।

খবর বিবিসির।  

রাতে নৌ বাহিনীর একটি টহল নৌকা জানায়, অভিবাসনপ্রত্যাশীরা ফ্রান্সের উত্তর দিকে বোলোগনে-সুর-মের উপকূলের কাছে সাগরে পড়ে গিয়েছেন।  

চারজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের রক্ষা করা যায়নি। ৬৩ জনকে উদ্ধার করা গিয়েছিল। এ উদ্ধারচেষ্টায় একটি হেলিকপ্টার এবং মাছ ধরার জাহাজ সহযোগিতা করে।  

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ ঘটনাকে সত্যিকার অর্থেই ভয়ংকর বলে বর্ণনা করেছেন।  

কোস্ট গার্ড বলছে, তাদের নৌকার একটি অংশ চুপসে গেলে বেশ কয়েকজন সাগরে পড়ে যান।  

স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে প্রাথমিক সতর্কতা তোলা হয়। হেলিকপ্টারটি ৩০ মিনিট পর এসে দেখতে পায়, বেশ কয়েকজন পানিতে ভাসছেন। বাকিরা ক্ষতিগ্রস্ত রাবারের নৌকা আঁকড়ে ভাসছিলেন।  

মাছ ধরার জাহাজ এসে ১৪ জনকে উদ্ধার করে আর ৪৯ জনকে উদ্ধার করে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ। কোস্টগার্ড এমনটি বলেছে।  

এটি বলছে, নৌকায় থাকা সবাইকে বোলোগনে সৈকতে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।  

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোম ও মঙ্গলবার ৪৮৪ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।  

১৮ জুন ১৫টি ছোট নৌকায় করে ৮৮২ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা এ বছরের নতুন একটি রেকর্ড। এ সংখ্যা ২০২২  সালের অক্টোবরের পর থেকে এক দিনে সর্বোচ্চ।  

চলতি বছর এ পর্যন্ত ১৩ হাজার লোক চ্যানেল পাড়ি দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।