ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান-বুশরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
ইদ্দত মামলায় খালাস পেলেন ইমরান-বুশরা

ইদ্দত মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শনিবার (১৩ জুলাই) পাকিস্তানের একটি জেলা ও দায়রা আদালত তাদের এই মামলা থেকে খালাস দেন।

খবর জিও নিউজের।

অতিরিক্ত দায়রা জজ মোহাম্মাদ আফজাল মাজোকা ইমরান ও বুশরা বিবিকে ইদ্দত মামলায় খালাস দেন। এ বছরের ফেব্রুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অনৈসলামিক ভাবে বিয়ের অভিযোগ আনেন সাবেক স্বামী খাওয়ার মানেকা এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মামলাটিতে ইমরান খান ও বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড এবং দুজনকেই ৫ লাখ রুপি জরিমানা করে আদালত। তবে ইমরান খান ও বুশরা বিবি এ অভিযোগ অস্বীকার করেন হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরই আদালত তাদের এই মামলা থেকে অবিলম্বে মুক্তি দানের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।