ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় আরও ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
গাজায় আরও ২ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ মধ্যগাজা উপত্যকায় হামাসসহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুলাই) ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা

 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকালে গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হন।

ইহুদিবাদী মিডিয়াও ঘোষণা করেছে যে, এই সংঘর্ষে কয়েকজন ইহুদি সেনা আহত হয়েছেন। যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুসারে, গদ বছরের ৭ অক্টোবর -এ গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৮৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং ৪ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলেছে ইসরায়েল।  গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলার মধ্যদিয়ে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত ৯ মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা বর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আশপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ