ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীর সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীর সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন।  

হাসিনাকে আশ্রয় দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

 

তার প্রশ্ন, মোদি সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না? তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে?

সম্প্রতি টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয়, ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। তখন কী করবে? আপনি আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন?  

গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন হাসিনা সরকারের পতন হয়। দ্রুত দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।  

বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।