ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসিসিপিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
মিসিসিপিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ভিকসবার্গের পূর্বে একটি বাস উল্টে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় বছর বয়সী এক ছেলে ও তার ১৬ বছর বয়সী বোনও রয়েছে।

 

ওয়ারেন কাউন্টি করোনার ডগ হাসকি এমনটি জানিয়েছেন। খবর আল জাজিরার।  

দুই সন্তানকে শনাক্ত করেন তাদের মা। অন্য ভুক্তভোগীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানান হাসকি।  

মিসিসিপি হাইওয়ে পেট্রোল বলেছে, শনিবার রাতে ওয়ারেন কাউন্টির বভিনার কাছে ভলভোর একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে যায়। সংস্থাটি বলছে, ৩৭ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।  

ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস এবিসিভুক্ত একটি গণমাধ্যমকে বলেন, মৃত্যু বা আহত হওয়ার ঘটনা যেকোনো সময়ই মর্মান্তিক হয়ে থাকে। তবে বিভিন্ন ধরনের হতাহতের ঘটনা আরও মর্মান্তিক।

হাসকি বলেন, বাসে থাকা যাত্রীদের বেশির ভাগই ল্যাটিন আমেরিকান।  

নিহতদের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।