ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে ভবনধসে ১০ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
ভারতের উত্তরপ্রদেশে ভবনধসে ১০ জনের মৃত্যু 

ভারতের উত্তরপ্রদেশে একটি তিনতলা ভবনধসের একই পরিবারের ৯ জনসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

উত্তরপ্রদেশে মিরাটে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভবনধস ও হতাহতের এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে একই পরিবারের অন্তত নয়জন সদস্য নিহত এবং চারজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিকেল সোয়া ৫টার দিকে জাকির নগর এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দল তৎপরতা চালাচ্ছে।  

ভবনের মালিক সেখানে একটি ডেইরি চালাতেন ফলে দুই ডজনেরও বেশি মহিষও ধ্বংসস্তুপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে ৯ জন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।