ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা

বেতন-ভাতা বৃদ্ধি, ট্রেড ইউনিয়নকে স্বীকৃতির দাবিতে  গত ১১ দিন ধরে আন্দোলন শুরু করেছেন স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা।  

কর্মীদের দাবি তাদের ইউনিয়ন সিলউকে স্যামসাং ইন্ডিয়ার ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দিতে হবে, বর্তমানে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের গড় বেতন ২৫ হাজার রুপি এই বেতন-ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করছে তারা এবং কর্মী ও কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতাদের দর কষাকষির সুযোগ এবং কর্মক্ষেত্রে পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।

স্যামসাং প্রথমে ১৯৯৬ সালে দিল্লিতে একটি এবং পরে ২০০৭ সালে তামিলনাড়ুতে আরেকটিসহ ভারতে  মোট দুটি কারখানা স্থাপন করে। যেখানে  ২ হাজারের বেশি কর্মী কাজ করছে।  

স্যামসাংয়ের ভারতীয় শাখা কর্মীদের ট্রেড ইউনিয়ন করার অনুমতি না থাকলেও কর্মীরা নিজেদের উদ্যোগে কয়েকটি সংস্থা গঠন করেছেন। সেগুলোর মধ্যে সবচে শক্তিশালী স্যামসাং লেবার ওয়েলফেয়ার ইউনিয়ন (সিলউ)। আন্দোলনকারীরা স্যামসাংয়ের কাছে এই সংস্থার স্বীকৃতি চায়।

 গতকাল (১৮ সেপ্টেম্বর) সকালে আন্দোলনরত কর্মীরা মিছিল বের করলে পুলিশ সেখান থেকে ১০৪ জনকে আটক করে। তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। কর্মীদের মুক্তির পর কোম্পানির সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছি এবং আমাদের মধ্যকার পার্থক্যগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা সেপ্টেম্বর ১৯,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।