ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলার আগ মুহূর্তে তেল আবিবে গুলিতে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ক্ষেপণাস্ত্র হামলার আগ মুহূর্তে তেল আবিবে গুলিতে ৮ জন নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগ মুহূর্তে ইসরাইলের রাজধানী তেল আবিবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মঙ্গলবার তেল আবিবে বন্দুকধারীদের হামলায় আটজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।  

ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা সংস্থা বলেছে, বন্দুকধারীদের এই হামলা জাফার একটি রেলস্টেশনের কাছে ঘটেছে। খবর সিএনএন।

ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।  তারা দুই হামলাকারীকে আটক করেছে।

এমডিএর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি চিকিত্সকরা এর আগে বলেছিলেন যে, তারা ঘটনাস্থলে কমপক্ষে সাতজন আহত ব্যক্তিকে চিকিত্সা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।