ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আকাশসীমা বন্ধ করল জর্দান-ইরাক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
আকাশসীমা বন্ধ করল জর্দান-ইরাক ইসরায়েলের আশদোদ শহরের ওপর একটি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে জর্দান ও ইরাক সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে। খবর আল জাজিরার।

এর আগে আল জাজিরা জানিয়েছিল, লেবাননও দুই ঘণ্টার জন্য তাদের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়।  

ইসরায়েলও উড়োজাহাজ চলাচল বন্ধ করে। তবে হামলা শেষ হলে পুনরায় উড়োজাহাজ চলাচল চালু করে।  

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হুমকি দিয়ে বলছে, ইসরায়েল জবাব দিলে সর্বনাশা হামলার মুখে পড়তে হবে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।  

এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।