ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ বছর পর বৈঠকে বসছেন মোদী-শি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
৫ বছর পর বৈঠকে বসছেন মোদী-শি

রাশিয়ায় ব্রিকস সম্মেলনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বৈঠক করতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর এ দুই নেতা প্রথমবারের মতো বৈঠকে বসছেন

বুধবার কাজান শহরে মোদী-শি বৈঠক হতে যাচ্ছে বলে গতকাল জানান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

মিশ্রি বলেন, আমি নিশ্চিত করতে পারি, ব্রিকস সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে যাচ্ছে বুধবার। খবর এনডিটিভির।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে দুই নেতা মঙ্গলবার কাজানে পৌঁছান ব্রিকসের সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে ঐকমত্যের পরপরই ভারত-চীন সম্পর্কের আরেকটি অগ্রগতির চিহ্ন এ দুই নেতার বৈঠক।  

এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপে বসেন। তারা পশ্চিম এশিয়ায় শান্তির প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে মোদীর। তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের কথা বলেন।

ভারত ও চীনের সেনারা ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটে। সেই থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।  

নরেন্দ্র মোদী ও শি জিন পিংয়ের মধ্যে সবশেষ ২০১৯ সালের অক্টোবরে চেন্নাইয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।