ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রার্থীদের পক্ষে তারকাদের সমর্থন, কমলার জন্য গাইলেন লেডি গাগা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রার্থীদের পক্ষে তারকাদের সমর্থন, কমলার জন্য গাইলেন লেডি গাগা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে তারকা সমর্থন অব্যাহত রয়েছে। পপশিল্পী লেডি গাগা ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন।

শেষ প্রচারসভায় পেনসিলভানিয়ায় কমলা হ্যারিসের সঙ্গে যোগ দিয়েছিলেন পপ তারকা লেডি গাগা। তিনি ‘গড ব্লেস আমেরিকা’ গানটি পরিবেশন করেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, দেশ আপনাদের ওপর নির্ভর করছে।

হ্যারিসের প্রতিপক্ষও শেষ মুহূর্ত পর্যন্ত তারকাদের সমর্থন পেয়েছেন। পডকাস্টার জো রোগান সোমবার তার অনুসারীদের উদ্দেশ্যে ঘোষণা করেন, তিনি ট্রাম্পকে সমর্থন করছেন।

সাবেক প্রেসিডেন্ট গত মাসে রোগানের শো-তে উপস্থিত হয়েছিলেন। ধারণা করা হয়েছিল যে, হ্যারিসও শো-তে অংশ নেবেন, তবে তার প্রচারদলের একজন সদস্য পরে জানান যে, সময়সূচি মেলানো সম্ভব হয়নি।

পুরো বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, তা জানতে অপেক্ষার প্রহর গণনা চলছে।

প্রচারণায় গিয়ে দুই প্রার্থীই নানা ইস্যুতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি ইউক্রেন ও গাজা-ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যুসহ গুরুত্বপূর্ণ নানান বৈশ্বিক ইস্যুও গুরুত্ব পেয়েছে।  

‘প্রেসিডেন্ট নির্বাচন’ হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরও বেছে নেবেন মার্কিন নাগরিকেরা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।