ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পেই ভরসা ইসরায়েলিদের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্পেই ভরসা ইসরায়েলিদের

ইসরায়েলিরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট কমলা হ্যারিসের তুলনায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে সমর্থন করছেন।  

গত সোমবার প্রকাশিত এ জরিপের ফল অনুযায়ী, ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের সমর্থন বেশি দেখা যায়।

খবর টাইমস অব ইসরায়েলের।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে পছন্দ করেন- এই প্রশ্নে জরিপ থেকে দেখা যায়, ৬৬ শতাংশ ইসরায়েলি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নেন।  

আর ১৭ শতাংশ বলেছেন, তারা চান কমলা হ্যারিস নির্বাচনে জিতুক। আরও ১৭ শতাংশ জানান তারা জানেন না।  

নেতানিয়াহুর রক্ষণশীল জোটের সমর্থক ইসরায়েলিদের মধ্যে ৯৩ শতাংশ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন।  

আর কমলা হ্যারিসকে সমর্থন করেন মাত্র ১ শতাংশ। এ জরিপ দেখায় যে, ইসরায়েলি রাজনীতিতে ট্রাম্পের জনপ্রিয়তা কতটা বেশি।

চ্যানেল টুয়েলভ নিউজ জরিপে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইসরায়েলি জনগণের কিছুটা সমর্থন পেয়েছিলেন। কারণ তখন ৭ অক্টোবরের হামলার সময়ে তিনি ইসরায়েলকে সমর্থন দিয়েছিলেন।

তবে, গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে চাওয়ায় সেই ইতিবাচক ধারণা কমে গেছে।  

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকার সময় তিনি ইসরায়েলের পক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন।  

এর মধ্যে উল্লেখযোগ্য মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর, গোলান মালভূমি ইসরায়েলের অধিকৃত ঘোষণা এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।  

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। জাতীয় এ ভোট পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি সভা ও সিনেট গঠনও নির্ধারণ করবে।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েক সপ্তাহের জরিপে দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।