ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে ইউক্রেনের ৩৪ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
মস্কোতে ইউক্রেনের ৩৪ ড্রোন হামলা

মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে মস্কোতে এ হামলা চালানো হয়।

 

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা এটি। এ হামলার কারণে শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নেওয়া হয় এবং কমপক্ষে পাঁচজন আহত হন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৫০টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ শাসনের এটি একটি ব্যর্থ প্রচেষ্টা।

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বলেছে, এ ঘটনায় ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কোতে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কমপক্ষে ২১ মিলিয়ন জনসংখ্যাসহ মস্কো এবং এর আশপাশের অঞ্চলটি ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মেট্রোপলিটন এলাকাগুলোর মতোই।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া সম্প্রতি ১৪৫টি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। তারমধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ৬২টি ধ্বংস করেছে।  

ইউক্রেন আরও বলেছে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে আক্রমণ করেছে, ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া সম্প্রতি ১৪৫টি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। তারমধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ৬২টি ধ্বংস করেছে।  

ইউক্রেন আরও বলেছে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে আক্রমণ করেছে, ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে,  আকাশসীমায় ড্রোন বিচরণ করছে।

ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তিনি তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন জয়ী হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ফোনে অভিনন্দন জানিয়েছেন। এ সময় টেসলার সিইও এবং ট্রাম্প সমর্থক ইলন মাস্ক এ কলে যোগ দেন।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।