ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সমর্থন দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তা দিতে ১৭৪ বিলিয়ন ডলারের বেশি প্যাকেজ অনুমোদন করে।

এপ্রিল মাসে সর্বশেষ যে প্যাকেজটি
অনুমোদিত হয়েছিল, সেখানে কিয়েভের বাজেটের ঘাটতি পূরণ করতে ৯.৪ বিলিয়ন ডলার ‘ঋণ মওকুফযোগ্য’ সহায়তা অন্তর্ভুক্ত ছিল।
 
বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে বুধবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাইডেন কিয়েভের প্রায় ৪.৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করতে চান, আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে ওই ঋণ মওকুফ করা যায়।

এই ঋণ মওকুফ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের অনুমোদন দিলে  আমি  ইউক্রেনকে ঋণ দিতে সম্মত, তবে করদাতাদের অর্থ শুধুমাত্র উপহার হিসেবে দিতে রাজি নই। সেনেটর রান্ড পল বাইডেনের ঋণ মওকুফের বিরোধিতা করেছেন এবং বলছেন এটি আমেরিকান করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

ইউক্রেনের অর্থমন্ত্রী ২০২৫ সালের বাজেটে ৭৫ শতাংশ ঘাটতির পূর্বাভাস দিয়েছেন। জেলনস্কি সরকারের ঋণ ১৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বছরে ঋণের কিস্তি বাবদ দেশটির খরচ বৃদ্ধি পেয়ে ৫.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত অক্টোবর মাসে, জি-৭ রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য আলাদা করে ৫০ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে, যা পশ্চিমাদেশগুলোর হাতে জব্দ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের রুশ সম্পদ থেকে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যাতে সম্পত্তিগুলো সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এখনও এই পদক্ষেপের বিরোধিতা করছে। কারণ এমনটি করা হলে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় অন্যান্য দেশের আস্থা নষ্ট করতে পারে।

এদিকে, রাশিয়া পশ্চিমাদেশগুলোতে থাকা তাদের সম্পদ জব্দ করাকে অবৈধ ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে মন্তব্য করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো আমাদের সম্পত্তি এবং আমাদের সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে রাশিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।