ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহু ও হামাস কমান্ডার দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
নেতানিয়াহু ও হামাস কমান্ডার দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রাক-বিচার চেম্বার আদালতের এখতিয়ার নিয়ে ইসরায়েলের করা চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করা হয়েছে। নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একটি পরোয়ানা জারি করা হয়েছে।

অবশ্য, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে দেইফ জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।