ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের নামে করা মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
ট্রাম্পের নামে করা মামলা খারিজ ডোনাল্ড ট্রাম্প

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করা ‘নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার চেষ্টা’ মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।  

সোমবার (২৫ নভেম্বর) এ মামলা খারিজ করে দেন আদালতের বিচারপতি তানিয়া চুটকান।

এ মামলা খারিজের জন্য আদালতে আবেদন করেছিলেন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।

এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট ‘নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার চেষ্টা’র অভিযোগে এ মামলা করা হয় ট্রাম্পের নামে। তখন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের নামে যে, মামলা করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি। এই মামলা নিয়ে এতদিন ট্রাম্পের জন্য লড়েছিলেন কৌঁসুলি স্মিথ। দুই মামলাতেই নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আসছিলেন ট্রাম্প।

সোমবার আদালতে আবেদনের করার পর স্মিথ জানান, নির্বাচনী জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার নামের মামলা খারিজ করতে হবে।

চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন ট্রাম্প। সামনের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।