ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত  

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় একদিনে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় নিহতের মোট সংখ্যা ৪৪,৩৮২ জনে পৌঁছেছে।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪০ ফিলিস্তিনি হত্যা করেছে। এর ফলে গতকাল (৩০ নভেম্বর) গাজায় ইসরায়লি হামলায় নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।  

এর আগে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেন-এর চারজন কর্মী নিহত হন।  

গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।  

হামাসের ৭ অক্টোবরের আক্রমণের পর, ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে হাজার হাজার ভবন ধ্বংস করেছে, যার ফলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় খাদ্য, পানি, ওষুধের তীব্র সংকট এবং ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।