ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

কাশ প্যাটেল ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা।

তিনি আগামী জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং তিনি এফবিআইর কার্যক্রমে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন।  

এফবিআই প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন,  কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’র যোদ্ধা, যিনি তার ক্যারিয়ার জুড়ে দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার কাজ করেছেন। তিনি রাশিয়া নিয়ে ‘জুজু্র ভয়’ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, কাশ আমার প্রথম মেয়াদে দুর্দান্ত কাজ করেছেন, যেখানে তিনি ডিফেন্স ডিপার্টমেন্টে চিফ অব স্টাফ, ন্যাশনাল ইনটেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাউন্টারটেররিজমের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন। কাশের বাবা-মা গুজরাটি ভারতীয়। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। তার বাবা একটি বিমান সংস্থায় একজন আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। কাশ প্যাটেল নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটির স্টাফ সদস্য হিসেবে কাজ করার সময় ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন।    

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ গুলোতে নিয়োগ দিতে শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।