ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মধ্যযুগীয় বিচার: আদালতের নির্দেশে কেটে ফেলা হলো চোরের হাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
ইরানে মধ্যযুগীয় বিচার: আদালতের নির্দেশে কেটে ফেলা হলো চোরের হাত

তেহরান: চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির হাত কেটে ফেলেছে ইরানি কতৃপক্ষ। দেশটির পশ্চিমের হামেদান প্রদেশের মালায়ের শহরে আদালতের নির্দেশ অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়।

শনিবার ইরানের কেহান পত্রিকায় এ সংবাদ জানানো হয়। হাত কেটে ফেলার আগে আরও বহুবার চুরির দায়ে এ চোরকে শাস্তি দেয়া হয়েছে বলে সংবাদপত্রটি জানায়।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, “আদালতের রায় অনুযায়ী চোরের হাত কাটা হয়েছে। ” তবে এ শাস্তি কি জনগণের উপস্থিতিতে, নাকি কারাগারে অথবা কোন চিকিৎসকের উপস্থিতিতে বাস্তবায়ন করা হয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, ইরানে প্রচলিত শরীয়া আইন অনুযায়ী চুরির মত অপরাধের জন্য হাত কেটে ফেলা আইনগতভাবে বৈধ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।