ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩০ কোটি ডলার ব্যয়ে ভারতের নতুন বিমান বন্দর টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
৩০ কোটি ডলার ব্যয়ে ভারতের নতুন বিমান বন্দর টার্মিনাল

নয়াদিল্লী: ভারতের নয়াদিল্লীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন টার্মিনাল তৈরী করা হয়েছে। পাঁচ মিলিয়ন স্কয়ার ফিটের এই টার্মিনাল শনিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী।



গ্রানাইট পাথরের ফোর, ৬৩ টি বিমান উড্ডয়ন ও অবতরনের জায়গা সহ ৯৫ টি অভিবাসন কাউন্টার আছে এ টার্মিনালে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রথম বারের মতো ট্রানজিট হোটেলের ব্যবস্থাও রয়েছে এ টার্মিনালে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, নয় তলা এই টার্মিনাল দিয়ে প্রতিবছর ৩৪ মিলিয়ন যাত্রী যাতায়ত করতে পারবেন।

বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল পাতিল আমন্ত্রিত অতিথীদের উদ্দেশ্যে বলেন, “এ টার্মিনালটি বিশ্বমানের। ” এটি তৈরি করতে মাত্র ৩৭ মাস সময় লেগেছে।

এতো কিছুর পরও এই প্রকল্প সমালোচনা মুক্ত নয়, কারন ভারতের এক শতাংশেরও কম মানুষ বিমানে যাতায়াত করে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:৪৭ ঘন্টা, ০৪ জুলাই,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।