ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তালেবান হামলায় ৩ সেনা নিহত ॥ পাল্টা সেনা অভিযানে নিহত ২৫ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
পাকিস্তানে তালেবান হামলায় ৩ সেনা নিহত ॥ পাল্টা সেনা অভিযানে নিহত ২৫ জঙ্গি

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় এলাকায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে তিন সেনাকে হত্যা করেছে তালেবান। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির সেনা কর্মকর্তরা।

 

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের মাকিন জেলায় শুক্রবার একটি সেনা টহল দলের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় তিন সেনা নিহত এবং আট জন আহত হয়।

অন্যদিকে শুক্রবার রাতে ওয়াজিরিস্তানের কানিগুরামে একটি নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় পাঁচ সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন আরেকজন মুখপাত্র।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, দু’টি স্থানে পাল্টা সেনা অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময় ১৮৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।