ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় খ্রিস্টান-মুসলিম সংঘর্ষে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
নাইজেরিয়ায় খ্রিস্টান-মুসলিম সংঘর্ষে নিহত ৮

কানো: নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষে আট জন নিহত ও ৪০ জন মারাত্মক আহত হয়েছে। এ সময় ছয়টি মসজিদ ও একটি গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে।

দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

খ্রিস্টান অধ্যুষিত তারাবা রাজ্যের উকারি শহরে মুসলিম ও খ্রিস্টান তরুণদের মধ্যে গত মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ সদর দপ্তরের চত্বরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাবা রাজ্যের পুলিশ কমিশনার আলিয়ু মুসা বলেন, “আমাদের জানা মতে, আট জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ”

তারাবা রাজ্যের রাজধানী জালিঙ্গো থেকে টেলিফোনে আলিয়ু মুসা জানান, খ্রিস্টান ধর্মাবলম্বী একদল লোক এই মসজিদ নির্মাণের বিরোধিতা করে। মুসলমানরা এটার প্রতিবাদ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ঘন ঘন গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরে এরকম সংঘর্ষের ঘটনায় শত শত মানুষ নিহত হয়। দেশটির জনসংখ্যা মোট ১৫ কোটি। এর মধ্যে অর্ধেক মুসলমান ও অর্ধেক খ্রিস্টান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।