মুম্বাই: ভারতে হিন্দু দেব-দেবীদের নামে বাণিজ্যিক অ্যাকাউন্ট খোলার আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সংবাদ জানা যায়।
বেসরকারি একটি ধর্মীয় ট্রাস্ট হিন্দু দেবতা গণেশসহ পাঁচজন দেব-দেবীর নামে বাণিজ্যিক অ্যাকাউন্ট খোলার আবেদন জানায়। কিন্তু, মুম্বাই হাইকোর্টের দুজন বিচারক এ আবেদন নাকচ করে দেন। বিচারক পি বি মজুমদার ও রাজেন্দ্র সাওয়ান্ত বলেন, “শেয়ার ও স্টক বাজারে বাণিজ্যিক লেনদেনের জন্য নির্দিষ্ট কিছু দক্ষতা ও জ্ঞানের প্রয়োজন হয় যা দেব-দেবীদের কাছ থেকে আশা করাটা ভুল। ”
বিচারকরা আরও বলেন, “দেব-দেবীরা মন্দিরে উপাসনা করার জন্য। তাঁদেরকে শেয়ার বাজারের মতো বাণিজ্যিক বিষয়ে টেনে আনা উচিত নয়। ”
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পশ্চিমে বসবাসকারী সাংলি নামের প্রাক্তণ একটি রাজকীয় পরিবার এ ট্রাস্টের মালিক। এর আগে ট্রাস্টটি দেব-দেবীদের নামে সফলভাবে আয়কর কার্ড ও সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়। তারপর ট্রাস্টটি একই দেব-দেবীদের নামে বাণিজ্যিক শেয়ার অ্যাকাউন্ট খোলার আবেদন জানায়। তবে ভারতের ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটোরি লিঃ (এনডিএসএল) আবেদনটি নাকচ করে দেয়। তাঁদের যুক্তি ছিল কোন ধরনের অনিয়ম হলে দেব-দেবীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়াটা কঠিন হবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০