ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধ্যাত্বকরণের পর ছত্তিশগড়ে ৮ নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
বন্ধ্যাত্বকরণের পর ছত্তিশগড়ে ৮ নারীর মৃত্যু

ঢাকা: ভারতের ছত্তিশগড় রাজ্যে বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচারের পর প্রাণ গেল ৮ নারীর। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩২ জন।



ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত এক সরকারি হাসপাতালে বন্ধাত্বকরণ শিবির চলার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার জেরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের নির্দেশে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ চার জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি গুরুতর অসুস্থদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত ৮ নভেম্বর ওই হাসপাতালে বন্ধ্যাত্বকরণের এই শিবিরের আয়োজন করা হয়। আশপাশের প্রায় ৪০টি গ্রাম থেকে ওই শিবিরে ৮৩ জন নারী এসেছিলেন বন্ধ্যা হতে।

কিন্তু সমস্যা শুরু হয় অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর থেকেই। বাড়ি ফিরে ওই নারীদের বমি, পেটে যন্ত্রণা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গেই তাদের বিলাসপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সোমবার সন্ধ্যা পর্যন্ত আট জনের মৃত্যু ঘটনা জানা যায়।

রাজ্যের স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানান এখনও ৩৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (সিআইএমএস)-এ স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসকদের ধারণা, অস্ত্রোপচারের পরে কোনও ভাবে ওই নারীদের শরীরে সংক্রমণ ছড়ায়। আর তার জেরেই হয় মৃত্যু।  

পুরো বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দফতর তিন সদস্যের একটি তদন্তকারী কমিটি গঠন করেছে। পরিচালক কমলপ্রীত সিংহ জানিয়েছেন, তদন্তে গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে। অন্য দিকে, বিলাসপুরের জেলাশাসক সোনমণি ভোরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আলাদা করে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এ দিন বিলাসপুরের ওই হাসপাতালে ভর্তি নারীদের সঙ্গে দেখা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।