ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছুটির দিনেও মন্ত্রীদের কাজ করার তাগাদা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
ছুটির দিনেও মন্ত্রীদের কাজ করার তাগাদা মোদীর নরেন্দ্র মোদী

ঢাকা: মন্ত্রীদের আবার ছুটি কিসের, এখন থেকে ছুটির দিনেও কাজ করতে হবে। রোববার গভীর রাতে দফতর বণ্টন সেরে মন্ত্রীদের অতিরিক্ত কাজ করার তাগাদা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



মন্ত্রীদের  প্রতি মোদী পরিষ্কার বার্তা, ‘সরকার পরিচালনার ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিই শেষ কথা। কাজ করলে পুরস্কার, না করলে তিরস্কার। ’

আর এই মূলমন্ত্রের প্রকাশ দেখা গেলো ভারতীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের ক্ষেত্রেও। মন্ত্রিসভার সম্প্রসারণ করতে গিয়ে যেমন ডানা ছেঁটে ফেললেন তেমনি বাড়ালেন অনেকের গুরুত্ব।   

মন্ত্রিসভা পুনর্গঠনের পর সোমবার সবাইকে নিয়ে একসঙ্গে বসেছিলেন মোদী। সেখানেই এলো ‘মোদী বার্তা’।   ‘মন্ত্রিত্ব কোনও আংশিক সময়ের কাজ নয়। তাই এখন থেকে মন্ত্রিসভার সদস্যদের কোনও ছুটি নেই। ’

শুধু তা-ই নয়, নতুনরা সহ সব মন্ত্রীকেই নির্দেশ দিলেন দফতরের কাজকর্ম দ্রুত বুঝে নিতে। এছাড়া সামনেই সংসদের শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন সামনে রেখে মন্ত্রীদের দ্রুত তৈরি হওয়ারও তাগিদ দিলেন তিনি।

পাশাপাশি অধিবেশন চলাকালীন মন্ত্রীদের  বিদেশ সফর পরিহারেরও উপদেশ দিলেন মোদী।

সব মিলিয়ে মোদীর বার্তা স্পষ্ট। মন্ত্রীদের কাজে কোনও ঢিলেমি তিনি মেনে নেবেন না।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক শীর্ষ সদস্যের কথায়, ‘প্রথম মন্ত্রিসভা গঠনের পরেই মন্ত্রীদের ডেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, জনতা এত ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রত্যাশা পূরণ করতেই হবে। রোববার যে ভাবে অনেকের ডানা ছেঁটেছেন মোদী, তাতে বার্তা রয়েছে ভবিষ্যতেরও। কাজ না করলে আগামী দিনে আরও অনেককেই সরিয়ে দেবেন তিনি। ”

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।