ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার সেনাবহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
ইউক্রেনে রাশিয়ার সেনাবহর ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ান সেনারা যুদ্ধ উপকরণ নিয়ে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেছে।

ট্যাংক, কামান ও গোলা নিয়ে চলতি সপ্তাহেই র‍াশিয়ান সেনাদের প্রবেশ করতে দেখা গেছে বলে দাবি করেছে ন্যাটো কর্তৃপক্ষের।

খবর: আল-জাজিরা ও বিবিসির।

ইউক্রেন সংকট নিয়ে সপ্তাহের শুরুতে ‍রাশিয়ান সাবেক নেতা মিখাইল গর্বাচেভের নতুন স্নায়ু যুদ্ধের হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটলো।

ন্যাটোর মার্কিন জেনারেল ফিলিপ ব্রিডলভ বলেছেন, রাশিয়ান সেনাদের কামান, গোলাসহ যুদ্ধসাজে ইউক্রেনের পথে দেখা গেছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাশিয়ান সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ‍সাহায্য করতে সেখানে গিয়েছে।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে জরুরি আলোচনার ‌জন্য বুধবার অধিবেশন আহ্বান করছে বলে ‍জানা গেছে।

অপরদিকে, রাশিয়ান সেনারা বিচ্ছিন্নতাবাদীদের সহায়তায় ভারী কামানের সাহায্যে বুধবার সকাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্কের শিল্প এলাকায় রকেট হামলা শুরু করেছে।

ইউক্রেনের নির‍াপত্তা বাহিনীর বরাত দিয়ে গণমাধ্যম বলা হয়েছে,  লুহানস্ক শহরে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ইউক্রেনের এক সেনা নিহত ও একজন আহত হয়েছে।

সম্প্রতি ইউক্রেন সংকট কিছুটা স্তিমিত হলেও এ ঘটনা সংকটকে আরো ঘনীভূত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।