ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর ওয়াজিরিস্তানে ৩০ সন্দেহভাজন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
উত্তর ওয়াজিরিস্তানে ৩০ সন্দেহভাজন জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানে জেট হামলায় সন্দেহভাজন ৩০ জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর ওই হামলায় জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটিও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।


পাকিস্তান আন্তঃবাহিনীর পরিদপ্তরের বরাত দিয়ে ডন অনলাইন এ কথা জানায়। খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানে দাত্তাখেল এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী জঙ্গিও নিহত হয়েছে।

যেহেতু এলাকাটিতে সাংবাদিকরা প্রবেশ করতে পারে না তাই মৃতদেহের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৫ জুন থেকে পরিচালিত জার্ব-আল-আজ্ব অভিযানে এ পর্যন্ত হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৮৬ সদস্যও নিহত হয়েছে।
অভিযানের পর উত্তর ওয়াজিরিস্তান থেকে আট লাখের বেশি অধিবাসী সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।