ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লাখ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
যুক্তরাষ্ট্রে লাখ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাচ্ছেন ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে অভিবাসী আইন সংস্করণে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এটি হলে সেখানে বসবাসরত বিভিন্ন দেশের লাখ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাবেন।



এর আগে দীর্ঘদিনের জিইয়ে রাখা অভিবাসন আইন সংস্করণ না হওয়ার জন্য কংগ্রেসকে দোষারোপ করেন। ওবামা বলেন, পুরো প্রক্রিয়া তিনি ঢেলে সাজাবেন।

প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর নিউইয়র্ক টাইমস ও ফক্স নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, দেশ থেকে তাড়ানোর পরিবর্তে ওবামা অবৈধ বাসিন্দাদের বৈধ দিচ্ছেন।

ওবামার পরিকল্পনা বাস্তবায়িত হলে কাগজপত্রহীন ৫ মিলিয়ন বা ৫০ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন।

রিপাবলিকানরা ওবামার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তারা বলছে, এমনটি করার ওবামার কর্তৃত্ব নেই।

রিপাবলিকানদের বিরোধিতার পরও নির্বাহী আদেশের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ ওয়াশিংটনের রাজনীতিকে উত্তপ্ত করে তুলবে বলে মনে করা হচ্ছে।

মিয়ানমারে আসিয়ান সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভকে ইমিগ্রেশন বিল সংস্করণে এক বছরের বেশি সময় দিয়েছেন কিন্তু তারা করতে পারেনি।

ওবামা বলেন, আমি বলেছিলাম যদি কংগ্রেস কিছু না করতে পারে তাহলে আমি আইনগতভাবে যা যা করার দরকার সবকিছুই করব এবং এটা হতে যাচ্ছে চলতি বছর শেষ হওয়ার আগেই।

বিবিসি অনলাইন জানায়, ওবামা বর্তমানে মায়ানমার আছেন। সেখান থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর রোববার দেশে ফিরবেন ওবামা। এসেই অভিবাসন সংস্কারে হাত দেবেন।

অন্যান্যের সঙ্গে অনেক অবৈধ বাংলাদেশি বৈধতা পাচ্ছেন। অভিবাসন সংস্কার নিয়ে ওবামার নির্বাহী আদেশের দিকে তাকিয়ে আছে লাখো অবৈধ অভিবাসী।

তবে অবৈধ অভিবাসীদের মধ্যে যাদের টেকনিক্যাল যোগ্যতা রয়েছে এবং দক্ষ কর্মী হিসেবে বিবেচিত হবেন, তাদেরও বৈধতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।