ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-আফগান সীমান্তে দুই নিরাপত্তা কর্মীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
পাক-আফগান সীমান্তে দুই নিরাপত্তা কর্মীসহ নিহত ৭

ঢাকা: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাঁচ জঙ্গি ও দুই আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।



ডন অনলাইনের খবরে বলা হয়, শনিবার দুই দেশের সীমান্তের চিত্রাল শহরের আরানদু শহরে সংঘর্ষ হয়। ঘটনায় দুইজন পাকিস্তানি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।

সীমান্তে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডনের খবরে আরো বলা হয়, জঙ্গিরা আরনদু বর্ডার পোস্টে আফগান নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। আফগান সীমান্ত বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে পাঁচ জঙ্গি ও দুই নিরাপত্তা কর্মী নিহত হয়। থেমে থেমে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে।
সংঘর্ষে কাছের আরানদু পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।