ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াটসঅ্যাপে মেসেজের জবাব না দেওয়ায় স্ত্রীকে তালাক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
হোয়াটসঅ্যাপে মেসেজের জবাব না দেওয়ায় স্ত্রীকে তালাক!

ঢাকা: জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ম্যাসেজের জবাব না দেওয়ায় এক সৌদি নাগরিক তার স্ত্রীকে তালাক দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফোনে নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে চ্যাট করার প্রচণ্ড আগ্রহ দেখে স্বামী অত্যন্ত কষ্ট পান।

তাই রাগে-ক্ষোভে স্ত্রীকে তালাক দিয়ে দেন।

৩০ বছর বয়সী স্বামীর অভিযোগ, নিজের সন্তান ও বাড়িঘরের দেখাশোনা না করে তার স্ত্রী ফোনে অধিকাংশ সময় ব্যয় করেন।

তিনি বলেন, আমি যখন তাকে (স্ত্রী) আমার মেসেজের উত্তর না দেওয়ার কারণ জানতে চাই, তিনি বন্ধুদের ব্যস্ত ছিলেন বলে জানিয়ে দেন। আসল কথা হলো তিনি এতোই ব্যস্ত যে আমাকে পাত্তাই দেন না।

তার দাবি,  সর্বোচ্চ চেষ্টা করেও তিনি এ সমস্যার সমাধান করতে পারেননি। তাই স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানতে বাধ্য হয়েছেন।

এদিকে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সামজিক নেটওয়ার্কি সাইটের কারণে বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদ বেড়েছে। ২০১১ সালে যুক্তরাজ্যের ডিভোর্স অনলাইন এক জরিপে জানায়, এক-তৃতীয়াংশ ডিভোর্স ফেসবুকের কারণে হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।