ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে (সিনাগগ) হামলায় কমপক্ষে ৪ ইসরায়েলি নিহত হয়েছেন।   স্থানীয় পুলিশ বলছে, দুইজন লোক পিস্তল, চাকু ও কুড়াল নিয়ে সোমবার হামলা চালায়।

হামলায় আরো ৮ জন আহত হয়েছেন।

পুলিশের দাবি, হামলাকারীরা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি নাগরিক। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ছয় বছরের মধ্যে জেরুজালেমে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

পবিত্র জেরুজালেমকে ঘিরে সাম্প্রতিকালে দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শক্ত হাতে’ হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, হামলা হামাস ও আবু মজেনের সরাসরি উস্কানির ফল। এটাকে আন্তর্জাতিক সম্প্রদায় কানে নিচ্ছে না।

এদিকে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে হামলায় গভীর নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।