ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে অব্যাহত আশ্রয়ের ঘোষণা ইকুয়েডরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
অ্যাসাঞ্জকে অব্যাহত আশ্রয়ের ঘোষণা ইকুয়েডরের ছবি: সংগৃহীত

ঢাকা: যতদিন প্রয়োজন ততদিন উইকিলিসের প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেবে বলে ‍জানিয়েছে লন্ডনে নিযুক্ত ইকুয়েডরের দূতাবাস।

সুইডিশ আদালতে গ্রেপ্তারি পরওয়ানার বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (২১ নভেম্বর) অ্যাস্যাঞ্জকে অব্যাহতভাবে আশ্রয় দিয়ে যাওয়ার নিশ্চিয়তা দেয় ইকুয়েডর।



গত দুই বছর যাবত লন্ডনে নিযুক্ত ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। দূতাবাসের ভেতরে থেকেই সুইডেনের আদালতে দায়ের করা যৌন হয়রানির মামলার শুনানিতে অংশগ্রহণ করতে চান তিনি। কিন্তু তার এ আবেদনও নাকচ করে দিয়েছে আদালত।  

অ্যাসাঞ্জকে অব্যাহতভাবে আশ্রয় দিয়ে যাওয়া প্রসঙ্গে ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলিয়াস অ্যাসাঞ্জের এ আশ্রয় বৈধ এবং  তার একটি নিরাপদ জায়গার সংস্থান না হওয়া পর্যন্ত তিনি যতদিন প্রয়োজন ততদিন ইকুয়েডরের আশ্রয়ে থাকতে পারবেন।

দূতাবাস আরও জানায়, মামলা সংক্রান্ত প্রশ্ন করতে প্রসিকিউটর দূতাবাসের ভেতরেই আসতে পারে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কাজটি করতে পারে।

জুলিয়ান অ্যাসাঞ্জের ধারণা, সুইডেন আদালতে হাজির হলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
 
২০১০ সালে যুক্তরাষ্ট্রের কূটনীতি ও ইরাক, আফগানিস্তান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতার বিভিন্ন গোপন নথি ফাঁস করে দেয় জুলিয়াস অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত উইকিলিকস। এর পর ওই বছরই অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয় সুইডেনের আদালতে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।