ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসির সাবেক মেয়র ব্যারি পরলোকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
ওয়াশিংটন ডিসির সাবেক মেয়র ব্যারি পরলোকে

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সাবেক মেয়র ও মানবাধিকারকর্মী মারিওন ব্যারি পরলোক গমন করেছেন।

স্থানীয় সময় শনিবার (২২ নভেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে ব্যারির বয়স হয়েছিল ৭৮ বছর।

ডিসি কাউন্সিলের মুখপাত্র লাতোয়া ফস্টারের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার (২৩ নভেম্বর) এ খবর জানিয়েছে।

১৯৭৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিন দফায় রাজধানীর মেয়রের দায়িত্ব পালন করা এ ডেমোক্রেট রাজনীতিক ব্যক্তিজীবনে বেশ বিতর্কিত ছিলেন।

এমনকি ১৯৯০ সালে জাতীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) বিশেষ অভিযানে আটক হন এবং মাদকদ্রব্য আইনে বিচারের মুখোমুখি হন।

মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে নানা সমালোচনা শুরু হলে ওয়াশিংটন ডিসিতে পুননির্বাচনের আয়োজন করা হয়। বিস্ময়করভাবে সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি।

ব্যারির মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছিলেন বলে জানান লাতোয়া ফস্টার।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।