ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৮ মাছ ব্যবসায়ীকে হত্যা করলো বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
৪৮ মাছ ব্যবসায়ীকে হত্যা করলো বোকো হারাম ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৪৮ মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা।

দেশটির অস্থিতিশীল রাজ্য বোর্নোর চাদ সীমান্তবর্তী এলাকায় এ হত্যাকাণ্ড চালায় সংগঠনটি।



স্থানীয় ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রধান আবুবকর গামান্দি রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

গামান্দি বলেন, চাদ লেকের তীরবর্তী দোরন বাগা মৎসপল্লীর কাছে নাইজেরিয়া ও চাদকে সংযোগকারী একটি সড়ক অবরোধ করে মাছ ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে বোকো হারামের সদস্যরা এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। নিহত ব্যবসায়ীরা মাছ কিনতেই চাদে যাচ্ছিলেন।

হত্যাকাণ্ডের পর মাছ ব্যবসায়ীদের লেকে ভাসিয়ে দেওয়া হয় বলেও জানান ব্যবসায়ী নেতা গামান্দি।

নাইজেরিয়াভিত্তিক বোকো হারাম আফ্রিকা অঞ্চলের নিন্দিত জঙ্গি সংগঠন। বেসামরিক নাগরিক হত্যা ও অপহরণসহ নানা অপকর্মের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।