ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে উচ্চৈঃস্বরে গান শোনায় ভাইজিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
পাকিস্তানে উচ্চৈঃস্বরে গান শোনায় ভাইজিকে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে উচ্চৈঃস্বরে গান শোনায় ভাইঝিকে গুলি করে হত্যা করেছেন তার চাচা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে।

  

গত শনিবার (২২ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ থেকে ১২০ কিমি. দূরে পাঞ্জাব প্রদেশের কাল্লার কাহারে এ ঘটনা ঘটে।

কাল্লার কাহার থানার ডিউটি অফিসার সাদাত আলি জানান, এদিন রেহেনা বিবি (১৭) নামে ওই কিশোরী বাড়িতে উচ্চৈঃস্বরে গান শুনছিলেন। এ সময় তার চাচা মুহাম্মাদ গুলিস্তান তাকে শব্দ কমিয়ে গান শুনতে বলেন। রেহেনা শব্দ কমাতে অস্বীকৃতি জানালে, দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা গুলিস্তান তাকে গুলি করে হত্যা করেন।    

হত্যাকারী গুলিস্তানকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।