ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বিমান হামলায় নিহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
সিরিয়ায় সরকারি বিমান হামলায় নিহত ৯৫

ঢাকা: সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি।



জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরাঞ্চলীয় শহর রাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) চালানো এ হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

লন্ডনভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র পক্ষ থেকে বুধবার (২৬ নভেম্বর) বলা হয়, সরকারি যুদ্ধবিমান রাকা শহরের আইএস সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে অন্তত ১০ বার বোমা নিক্ষেপ করেছে।

এসব তথ্য স্থানীয় সূত্র ও এসওএইচআর’র মাঠ পর্যায়ের কর্মীদের পক্ষ থেকে পাওয়া বলে দাবি করছে সংগঠনটি।

তবে, রাকা লক্ষ্য করে কোনো ধরনের সামরিক অভিযানের খবর প্রচার করেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।

গত সেপ্টেম্বরে আইএসবিরোধী অভিযান শুরুর পর এই অঞ্চলে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটও।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।