ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলায় দুর্বল হচ্ছে না আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
হামলায় দুর্বল হচ্ছে না আইএস ছবি : সংগৃহীত

ঢাকা: সুন্নিপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার দুই মাস হতে চলল। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএস মোটেও দুর্বল হচ্ছে না।

তারা আগের মতোই শক্তিশালী।

এমনটাই মনে করছেন সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুলায়েম।

গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে এ পর্যন্ত প্রায় ৩০০ বিমান হামলা করেছে মার্কিন জোট।

মুলায়েম লেবানিজ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আইএসকে থামানোর একমাত্র পথ হচ্ছে তুরস্কের সীমান্তে নিরাপত্তা জোরদার করা যাতে করে বিদেশি যোদ্ধারা সিরিয়ায় ঢুকতে না পারে।

তুরস্কের সঙ্গে সিরিয়ায় ৯০০ কি.মি সীমান্ত রয়েছে। সিরিয়া ও ইরাকের সীমান্তের একটি বড় অংশ আইএস দখল করে আছে।

মায়েদিন টিভিকে সাক্ষাতকারে মুলায়েম বলেন, যদি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও ওয়াশিংটন সীমান্ত বন্ধ করার ব্যাপারে তুরস্ককে চাপ না দেয় তাহলে কোনো পদক্ষেপই আইএসকে দমাতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।