ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেইজিংয়ে পাবলিক প্লেসের ভেতরেও ধূমপান করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
বেইজিংয়ে পাবলিক প্লেসের ভেতরেও ধূমপান করা যাবে না

ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ে পাবলিক প্লেসের ভেতরেও ধূমপান নিষিদ্ধ ঘোষণা হতে যাচ্ছে। শুধু তাই-ই নয়, যানবাহনের ভেতরেও ধূমপানের আর সুযোগ রাখছে না শহর কর্তৃপক্ষ।



২১ মিলিয়ন নাগরিকের এই শহরে আগামী ২০১৫ সালের ১ জুন থেকে এ বিধি-নিষেধ জারি হবে।

দ্য স্ট্যান্ডিং কমিটি অব বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

সিদ্ধান্তে বলা হয়েছে, পাবলিক প্লেসের ভেতরে এমনকী যানবাহনেও ধূমপান করা যাবে না। কেউ এই সময়ের পর বেইজিংয়ের পাবলিক প্লেসের ভেতরে ও যানবাহনে ধূমপান করলে, তাহলে তাকে ২০০ ইউয়ান (৩২ মার্কিন ডলার) জরিমানা করা হবে।

পৃথিবীর মধ্যে চীনেই সর্বাধিক মানুষ ধূমপান করে থাকেন। প্রতিবছর এ দেশে সরাসরি ৩০ মিলিয়ন ধূমপায়ী ও ৭৪০ মিলিয়ন সেকেন্ডহ্যান্ড ধূমপায়ীর সংখ্যা যুক্ত হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানাচ্ছে, শুধুমাত্র বেইজিংয়েই প্রতিবছর ধূমপায়ীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যাচ্ছে।

বার্তাসংস্থাটি আরো জানাচ্ছে, প্রকাশ্যে ধূমপানের পাশাপাশি বেইজিংয়ে আগামী বছরের ১ জুন থেকে টেলিভিশনে, ছায়াছবিতে ও পত্রিকায় তামাক জাতীয় ধূমপানের বিজ্ঞাপন নিষিদ্ধ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।