ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলের মসজিদে পোপের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
ইস্তাম্বুলের মসজিদে পোপের প্রার্থনা ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্ক সফরে গিয়ে মুসলমানদের পবিত্র ধর্মীয়স্থান মসজিদে প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনদিনের জন্য ইস্তাম্বুলে গিয়ে তিনি ব্লু  মসজিদে প্রার্থনা করেন।



সপ্তদশ শতকের মসজিদটিতে প্রবেশ করে পোপ দুই মিনিট মাথা নিচু করে নিরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন। আল-জাজিরা জানায়, মুসলমানদের প্রতি শ্রদ্ধা ও দুই ধর্মে বিশ্বাসীদের বন্ধন অটুট রাখতেই পোপের এই পদক্ষেপ।

ইস্তাম্বুলের গ্রান্ড মুফতি রাহমি ইরান পোপের প্রার্থনা শেষে বলেন, বিধাতা আপনার প্রার্থনা গ্রহণ করুক।

একইদিন ইস্তাম্বুলে অর্থোডক্স প্রধানের সঙ্গেও দেখা করার কথা রয়েছে পোপের।

শুক্রবার আঙ্কারায় সফরে গিয়ে তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করেন পোপ। এসময় তিনি ইসলামের নামে ইরাকে ও সিরিয়ায় যে ‘বর্বর সংঘর্ষ’ হচ্ছে তার নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।