ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারকের খালাসে মিশরজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
মোবারকের খালাসে মিশরজুড়ে বিক্ষোভ ছবি : সংগৃহীত

ঢাকা: হত্যা মামলা থেকে পতিত প্রেসিডেন্ট হোসনি মোবারককে খালাস দেওয়ার প্রতিবাদে মিশরজুড়ে খণ্ড খণ্ড বিক্ষোভ চলছে।

শনিবার (২৯ নভেম্বর) কায়রোর বিশেষ আদালত মোবারককে ২০১১ সালের সরকারবিরোধী কর্মী হত্যার অভিযোগ থেকে খালাস দিলে রাস্তায় নেমে আসে মুসলিম ব্রাদারহুডসহ বিরোধী রাজনৈতিক কর্মীরা।

এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আদালতের রায়ের পর রাজধানী কায়রোসহ বিশেষ বিশেষ শহর ও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এরপরও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। এতে বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়।

বিশেষত মোবারক পতনের সাক্ষী কায়রোর তাহরির স্কয়ারে বেশ কয়েক দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্রাদারহুড ও এ পন্থি রাজনীতিক সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে, কায়রোর কিছু এলাকাসহ কয়েকটি স্থানে মোবারককে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার খবরে আনন্দ মিছিলও হয় বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।

শনিবার মোবারক ও তার দুই ছেলে আলা ও গামালকে বিরোধী রাজনৈতিক কর্মী হত্যা ও দুর্নীতি মামলা থেকে খালাস দেন বিচারপতি মাহমুদ কামাল আল রশিদির আদালত।

মোবারকের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগ ছিল, তিনি ২০১১ সালে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে শতো শতো বিরোধী কর্মী হত্যা করেন। এছাড়া, ইসরায়েলে তেল রপ্তানির সময় তিনি দুর্নীতি জড়িয়েছিলেন বলেও আরেকটি মামলায় অভিযোগ ছিল।

দু’টি অভিযোগ থেকেই শনিবার তাকে খালাস দিয়ে দেওয়া হয়। তবে, ২০১২ সালের সরকারি অর্থ আত্মসাতের অপর এক মামলায় মোবারক এখন তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।