ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রজাতন্ত্র দিবসে সেই দুই বোনকে পুরষ্কৃত করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
প্রজাতন্ত্র দিবসে সেই দুই বোনকে পুরষ্কৃত করা হচ্ছে

ঢাকা: হরিয়ানায় চলন্ত বাসে উত্যক্তকারী তিন যুবককে পিটিয়ে আলোচনায় আসে দুই বোন আর্টি ও পুজা। সাহসিকতার জন্য ভারতের প্রজাতন্ত্র দিবসে এ দুই বোনকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে হরিয়ানা রাজ্য সরকার।



শুক্রবার বাসের কোনো এক যাত্রীর মোবাইল ফোনে ধারণকৃত পেটানোর দৃশ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে সব শ্রেণী পেশার মানুষের কাছে।

রোহটাক জেলার ওই ঘটনা সম্পর্কে বলছিলেন দুই বোন। বিবিসি হিন্দিকে পুজা বলেন, তিন তরুণ আমাদের হুমকি ও লাঞ্ছিত করার হুমকি দেয়। এক পর্যায়ে তারা আমাদের শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করা শুরু করে।

২২ বছর বয়সী আর্টি ও ১৯ বছল বয়সী পুজা বলেন, আবার শরীরে হাত দিতে পেটানো হবে এমন হুমকির পরও তারা থামছিল না। অশ্লীল অঙ্গভঙ্গি ও গায়ে হাত দিয়ে যাচ্ছিল।

পুজা বলেন, কেউই আমাদের সাহায্যে এগিয়ে আসল না। তাই আত্মরক্ষার্থে কোমরের বেল্ট খুলে তাদের পেটানো শুরু করলাম।

তিনি বলেন, বাসের কেউ যদি এগিয়ে আসত তাহলে তারা ওই কাজ করতেন না।

ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তাদের সাহসিকতার প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।